Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি নির্বাচন এগিয়ে আনা সরকারের ইচ্ছার প্রতিফলন: ফখরুল


২ নভেম্বর ২০২০ ২০:৫০

ঢাকা: ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এগিয়ে আনা ‘সরকারের ইচ্ছার প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, আগামী ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন।

প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারের ইচ্ছা পূরণ করে। যে নির্বাচনটা জানুয়ারিতে হওয়ার কথা, সেটা তারা ডিসেম্বরের করতে যাচ্ছে এটার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে- এই করোনার ভয়াবহতা নতুন করে দ্বিতীয় ধাপে এসেছে। এসময়ে নির্বাচন করার অর্থ হচ্ছে জনগণের অংশগ্রহণ হবে না। জনগণ যাতে অংশগ্রহণ না করে, সেটাই তারা চাচ্ছে আরকি।’

তিনি বলেন, ‘পুরো নির্বাচনের সিস্টেমটা তারা নষ্ট করে ফেলেছে। নির্বাচন নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছা করে না। দুঃখজনকভাবে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার শেষ অবস্থা তারা তৈরি করেছে। তারই ফলোশ্রুতিতে নির্বাচন কমিশনের এসব কথা।’

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য নয়। এদেশে এই মেশিন গ্রহণযোগ্য নয়। এটাতে দারুণভাবে ম্যানুপুলেশনের সুযোগ আছে। এর একটাই উদ্দেশ্য একটা দলকে ক্ষমতায় রাখতে হবে, তার জন্য যা কিছু করা দরকার সেটাই তারা করছে।’

বিজ্ঞাপন

ইউপি নির্বাচন এগিয়ে আনা সরকারের ইচ্ছার প্রতিফলন টপ নিউজ ফখরুল

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর