Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুল ইউনিভার্সিটিতে আইএসের হামলায় নিহত ২২


৩ নভেম্বর ২০২০ ১২:১৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১৩:৪৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাবুল ইউনিভার্সিটিতে জঙ্গি হামলায় কমপক্ষে ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিদের নিরস্ত করা সম্ভব হয়েছে। পুলিশের গুলিতে তিন জঙ্গিও নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর আঞ্চলিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র জানিয়েছে, বন্দুকধারীদের জঙ্গিদের মধ্যে তিন জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, সোমবার কাবুল ইউনিভার্সিটিতে ইরানি বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। বইমেলা উদ্বোধন করতে আসার কথা ছিল কিছু সরকারি কর্মকর্তার। এর কয়েক ঘণ্টা আগেই এই হামলা ঘটে। এ ঘটনাকে ঘিরে মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করেছে আফগানিস্তান সরকার।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বোমা বিস্ফোরণের মাধ্যমে এই হামলা শষুরু হয়। ঘটনার সময়ে কাবুল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিডিও ফুটেজে দেখা যায়, বোমা ও গোলাগুলির শব্দ শুরু হওয়ামাত্রই সবাই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করতে থাকেন। কেউ কেউ দেয়াল টপকেও ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৩ বছর বয়সী ফ্রাইদুন আহমাদি বলেন, আমরা তখন ক্লাসে ছিলাম। সবাই খুব ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েছিলাম। আমরা ভাবছিলাম, এটিই হয়তো আমাদের জীবনের শেষ দিন। সবাই চিৎকার করছিল, সহায়তা চাইছিল।

আরেক প্রত্যক্ষদর্শী ফতুল্লাহ মোরাদি বলেন, বন্দুকধারীরা তাদের সামনে যাকেই পাচ্ছিল, তাকে লক্ষ্য করেই গুলি ছুঁড়ছিল। এমনকি যেসব শিক্ষার্থী পালাতে চাইছিল, সামনে পড়লে তাদেরও গুলি করা হচ্ছিল।

বিজ্ঞাপন

এ হামলায় তালিবানরা জড়িত অভিযোগ উঠলেও তারা সে অভিযোগ অস্বীকার করে হামলার নিন্দা জানায়। কয়েক ঘণ্টা পর আইএস টেলিগ্রাম অ্যাপে হামলার দায় স্বীকার করে।

আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে আইএস। সব শেষ গত মাসেও এরকম এক হামলায় ২৪ জনের মৃত্যু হয়েছিল।

এ হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি ‘কাণ্ডজ্ঞানহীন’ এই হামলার প্রতিশোধ নেবেন বলেও প্রত্যয় জানিয়েছেন।

এদিকে, সোমবারই দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সড়কে পুঁতে রাখা মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জোয়াক জানিয়েছেন, এ দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আইএস কাবুল বিশ্ববিদ্যালয় জঙ্গি হামলা টপ নিউজ নিহত ২২