Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েনায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা, নিহত ৩


৩ নভেম্বর ২০২০ ১৩:১৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: বিবিসি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীদের ধারাবাহিক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু। হামলাকারীদের একজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনার পর শহরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামের মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ঘটনা সম্পর্কে ভিয়েনা পুলিশ জানিয়েছে, শহরে ইহুদিদের প্রধান উপাসনালয়ের সামনে সোমবার রাত ৮টা নাগাদ প্রথম হামলা হয়। আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। একই সঙ্গে শহরের অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর আসে। শহরের অন্তত ছয়টি জায়গায় হামলা করে বন্দুকধারীরা। আহতরা গুরুতর জখম হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

অস্ট্রিয়ায় চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে “জঘন্য সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছেন।

পুলিশের গুলিতে নিহত বন্দুকধারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসএস এর সমর্থক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তারা অন্তত আরও এক হামলাকারীকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। শহরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। তবে ঠিক কতজন হামলায় অংশ নিয়েছিল তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

অস্ট্রিয়া ভিয়েনা