Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক পরা নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া জনস্বাস্থ্যের পরিচালক ওএসডি


৩ নভেম্বর ২০২০ ১৭:৩৪

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, আইপিএইচ’র নতুন পরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে।

উল্লেখ্য, আইপিএইচ পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম গত ২৮শে অক্টোবর এক বিজ্ঞপ্তিতে তার অধীনন্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে কাপড় পড়া এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন। আব্দুর রহিমের সই করা নির্দেশনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক জারিকৃত পোশাক সংক্রান্ত বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টির ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দেন।

জারিকৃত বিজ্ঞপ্তিটি কোন বিধিবলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে- তার ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে পাঠনোর জন্য বলা হয়।

ওএসডি ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর