Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু


৩ নভেম্বর ২০২০ ১৮:০৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙ্গারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় আমির হোসেন (২৭) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমির হোসেন মারা যান। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টায় ফারুক হোসেন (৩৭) নামে আরো একজন মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরের শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন ভর্তি আছেন। তারা হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারী সাইদুর (৩৩)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান ভাঙ্গা মসজিদ সংলগ্ন একটি ভাঙ্গারি দোকানে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা আবুল কাশেম নামে এক ব্যক্তি জানান, ওই ভাঙারি দোকানের মালিক হচ্ছে আব্দুল আলিম। দুইজন কর্মচারী ও আমির হোসেন দোকানের মালামাল দিতে আসে। ওই ভাঙ্গারি দোকানে মেশিন দিয়ে মালামাল ভাঙ্গার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানের ভেতরে থাকা মালিকসহ চারজন ও পাশের ওয়ার্কশপের ৩জন সহ মোট ৭জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মাচারী মো. ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩), আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের তিন কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

বিজ্ঞাপন

ভাঙারির দোকান মোহাম্মদপুর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর