রেলওয়ের পাহাড় কাটার দায়ে ১৫ লাখ টাকা জরিমানা
৩ নভেম্বর ২০২০ ২০:৫৮
চট্টগ্রাম ব্যুরো: রেলওয়ের মালিকানাধীন পাহাড় কাটার অভিযোগে দু’জনকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। চট্টগ্রাম নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় এই পাহাড় কাটা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাহাড় কাটার অভিযোগের ওপর শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।
পাহাড় কাটায় অভিযুক্ত দু’জন হলেন- মতিঝর্ণা এলাকার বাসিন্দা শাহজাহান কোম্পানি ও মনোয়ারা বেগম।
নুরুল্লাহ নুরী সারাবাংলাকে বলেন, ‘পাহাড় কাটার অভিযোগ পেয়ে গত ২২ অক্টোবর পরিবেশ অধিদফতরের টিম সেখানে পরিদর্শনে যায়। এসময় তারা দেখতে পান, মতিঝর্ণার সাত নম্বর গলির সীমা আক্তারের বাড়ির দক্ষিণ পাশে পাহাড় কেটে সমতল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। শাহজাহান কোম্পানি নামে একজন রেলওয়ের মালিকানাধীন এই পাহাড় কাটছিল। একই এলাকায় মনোয়ারা বেগম নামে এক নারীর বাড়ি তৈরির জন্য পাহাড় কাটা হচ্ছিল। দু’জনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।’
শুনানি শেষে শাহাজাহান কোম্পানিকে ১৪ লাখ টাকা এবং মনোয়ারা বেগমকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নুরুল্লাহ নুরী।