মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩
৩ নভেম্বর ২০২০ ২১:২৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চাঁদউদ্যান এলাকায় ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় সাইদুর রহমান (৩৩) নামের আরো এক কর্মচারী মারা গেছেন। এ নিয়ে তিনজন এই ঘটনায় প্রাণ হারালেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।
ডা. পার্থ বলেন, সকাল ৮টার দিকে মারা গেছেন সাইদুর। তার শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আমির হোসেন (২৭) । এই ঘটনায় শুক্রবার দিবাগত রাত ২টায় ফারুক হোসেন (৩৭) নামে আরো একজনের মৃত্যু হয়েছিল।
ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরের শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো একজন ভর্তি আছেন। দোকান মালিক আব্দুল আলিম (৫০) চিকিৎসাধীন আছেন।
এর আগে গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর চাঁদউদ্যান ভাঙা মসজিদ সংলগ্ন একটি ভাঙারি দোকানে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করে।
হাসপাতালে এসে আবুল কাশেম নামে এক ব্যক্তি জানান, ওই ভান্ডারী দোকানের মালিক হচ্ছে আব্দুল আলিম বাকি দুইজন কর্মচারী ও আমির হোসেন দোকানের মালামাল দিতে আসে। ভাঙারি দোকানে মেশিন দ্বারা মালামাল ভাঙ্গার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানের ভেতরে থাকা মালিকসহ চারজন ও পাশের ওয়ার্কশপের ৩জন সহ মোট ৭জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মাচারী মো. ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩), আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের ৩কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।