Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প


৪ নভেম্বর ২০২০ ১১:৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা চলছে। এরই মধ্যে বেশকিছু রাজ্যের ভোটগণনা শেষও হয়ে গেছে। সেসব রাজ্যের ভোটগণনার ফল বলছে, এখন পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন স্পষ্ট ব্যবধানে। তবে ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেটগুলোতে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত প্রাপ্ত ফল বলছে, বেশিরভাগ রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্য বলছে, জো বাইডেন ২২৩টি ইলেকটোরাল কলেজ পেয়ে এগিয়ে রয়েছেন। বিপরীতে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১৮টি ইলেকটোরাল কলেজ। অর্থাৎ ৩৪১টি ইলেকটোরাল কলেজের হিসাব শেষ হয়েছে, যার মধ্যে ট্রাম্পের চেয়ে ১০৫টি বেশি পেয়েছেন বাইডেন। নির্বাচনে জিততে হলে কোনো প্রার্থীকে ন্যূনতম ২৭০টি ইলেকটোরাল কলেজ পেতে হবে।

এপি এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১২টি রাজ্যকে ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেট হিসেবে বিবেচনা করছে। এর মধ্যে মাত্র তিনটি রাজ্যের ফল এসেছে। তিনটি রাজ্যের মধ্যে নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়েছেন বাইডেন। অন্যদিকে ওহাইও ও আইওয়াতে জয় পেয়েছেন ট্রাম্প। বাকি ৯টি রাজ্যের মধ্যে কেবল অ্যারিজোনাতে এগিয়ে রয়েছেন বাইডেন। নেভাডার কোনো ফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাকি সাতটি রাজ্যেই ট্রাম্প রয়েছেন এগিয়ে।

ট্রাম্পের এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো বড় বড় রাজ্য, যেগুলোতে জয়-পরাজয় গোটা নির্বাচনকেই প্রভাবিত করে থাকে। এছাড়া জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া, উইসকনসিনও রয়েছে এই তালিকায়। এই রাজ্যগুলোতে ট্রাম্প বর্তমান অবস্থান ধরে রেখে নির্বাচন শেষ করতে পারলে বাইডেন আর কতক্ষণ এগিয়ে থাকতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে।

ট্রাম্প অবশ্য এসব রাজ্যে যে খুব বেশি এগিয়ে রয়েছেন, সেটিও বলা যায় না। যেমন ফ্লোরিডাতেই ট্রাম্পের পক্ষে রয়েছে ৫১ দশমিক ২ শতাংশ ভোট। বিপরীতে বাইডেন পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ। আবার টেক্সাসে ট্রাম্পের ৫২ দশমিক ২ শতাংশ ভোটের বিপরীতে বাইডেনের পক্ষে রয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট। নর্থ ক্যারোলাইনাতে দু’জনের পার্থক্য আরও কম— ট্রাম্পের ৫০ দশমিক ১ শতাংশের বিপরীতে বাইডেনের ৪৮ দশমিক ৭ শতাংশ। এসব রাজ্যের মধ্যে পেনসিলভ্যানিয়াতেই একটু স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। এই রাজ্যে ট্রাম্পের পক্ষে ভোট রয়েছে ৫৬ দশমিক ৯ শতাংশ, বাইডেনের পক্ষে ৪১ দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন

জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ব্যাটলগ্রাউন্ড স্টেট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ সুইং স্টেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর