Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ মামলার দণ্ড মাথায় নিয়ে ঢাকায় আত্মগোপন করা ব্যবসায়ী গ্রেফতার


৪ নভেম্বর ২০২০ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: অর্থ আত্মসাতের ১৫ মামলায় দণ্ড নিয়ে ঢাকায় আত্মগোপনে থাকা চট্টগ্রামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (০৪ নভেম্বর) সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেফতার জসীম উদ্দিন (৫০) পেশায় কাঠ ব্যবসায়ী। নগরীর চকবাজার থানার অলিখাঁ মসজিদ এলাকায় একুশে টিম্বার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। নগরীর বাকলিয়া থানার এয়ার মোহাম্মদ স্কুল লেইনে তিনি নিজস্ব ভবনে বসবাস করেন।

ওসি নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘জসীম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে ১৯টি মামলা আছে। এর মধ্যে ১৫টি মামলায় তার সাজা হয়েছে। সেই সাজা মাথায় নিয়ে পালিয়ে তিনি ঢাকায় চলে যান। সেখানে আত্মগোপনরত অবস্থা থেকে সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করেছি। জসীম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক জমা রেখে টাকা ধার নিতেন। পরে সেই টাকা আর ফেরত দিতেন না। এভাবে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়েছেন।’

অর্থ আত্মসাতের ১৫ মামলা আত্মগোপন ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর