Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে প্রাণ গেল হরিণের


৪ নভেম্বর ২০২০ ২২:৩২

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়ক অতিক্রমকালে চলন্ত অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিত্রা হরিণ (Spotted Deer) মারা গেছে।

বুধবার (৪ নভেম্বর) মৃত এ হরিণটিকে ওই সড়কে পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন সারাবাংলাকে বলেন, ‘সকালে রাস্তা পারাপারের সময় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই হরিণটির। এতে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হরিণটির মৃত্যু হয়। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং তাকে মৃত অবস্থায় পাকা সড়কে দেখতে পাই।’

তিনি জানান, ময়নাতদন্ত শেষে চমড়া সংগ্রহ করে হরিণটিকে মাটিচাপা দেওয়া হবে ।

বন্যপ্রাণী রেঞ্জ সূত্র জানা যায়, চিত্রা হরিণকে চিত্রল হরিণ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Axis axis. সরকারের নির্ধারিত শুল্ক (টেক্স) দিয়ে পোষা প্রাণী হিসেবে অনেক সৌখিন উচ্চবিত্তদের বাসভবনে বা বিভিন্ন নান্দনিক আবাসনে এই চিত্রা হরিণ পুষতে দেখা যায়। মাত্র ২-৩ বছর বয়েসেই এরা প্রজনন করতে সক্ষম। গর্ভধারণে প্রায় সাত মাস পর একটি বাচ্চা প্রসব করে।

সব ধরনের বনেই চিত্রা হরিণ টিকে থাকতে সক্ষম। তবে নির্বিচারে হত্যা এবং বনের প্রতিবেশ ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে এরা শুধুমাত্র সুন্দরবন এবং নিঝুম দ্বীপেই ব্যাপক সংখ্যায় টিকে আছে।

চিত্রা হরিণ মৌলভীবাজার হরিণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর