পাহাড় কেটে ভবন নির্মাণ, স্যানমার প্রপার্টিজকে জরিমানা
৪ নভেম্বর ২০২০ ২৩:২৫
চট্টগ্রাম ব্যুরো: পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রামের খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান স্যানমার প্রপার্টিজকে দুই লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন পরিবেশ অধিদফতর। তাদের বিরুদ্ধে নগরীর আরেফিন নগর এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে অধিদফতর।
বুধবার (০৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।
নুরুল্লাহ নুরী সারাবাংলাকে জানান, নগরীর আরেফিন নগর এলাকার জালালাবাদ মৌজায় ‘স্যানমার গ্রিনপার্ক’ নামে একটি ভবন নির্মাণ করা হচ্ছে। গত ১৯ অক্টোবর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদফতরের টিম সেখানে গিয়ে নির্মাণাধীন ভবনের দক্ষিণ-পশ্চিম অংশে পাহাড় কাটার প্রমাণ পায়। এরপর তাদের শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেওয়া হয়েছিল।
শুনানিতে সাতদিনের মধ্যে দুই লাখ টাকা জরিমানা পরিশোধের পাশাপাশি কেটে ফেলা পাহাড়ের অংশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।