ঢাকা-১৮ উপনির্বাচন অংশগ্রহণমূলক করতে ব্যবস্থা নিন: বিপ্লব বড়ুয়া
৫ নভেম্বর ২০২০ ০৯:৩৩
ঢাকা: ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনকে অংশগ্রহণমূলক ও অবাধ করতে নির্বাচনকে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভোট কারচুপির রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণ আওয়ামী লীগের মূল চালিকাশক্তি। তাই উপনির্বাচন যেন সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হয়, তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা-১৮ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. হাবিব হাসানের নির্বাচনি প্রচারণা উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইভিএম হচ্ছে একটি চমৎকার ও অত্যাধুনিক ভোটিং ব্যবস্থা। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই উপনির্বাচন যেন অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ হয় তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আওয়ামী লীগ সরকার ভোট কারচুপির রাজনীতিতে বিশ্বাস করে না। সাধারণ জনগণ আওয়ামী লীগের মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, বায়ু প্রবাহিত হয়, কিন্তু তাকে দেখা যায় না। কিন্তু এই বায়ু ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার বহমানতা আমাদের বাঁচিয়ে রেখেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশে।
তিনি বলেন, সেই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এবং ঢাকা-১৮ আসনের সাংসদ অ্যাডভোকেট সাহারা খাতুনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আগামী-১২ তারিখের উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে।
ফাইল ছবি
আওয়ামী লীগ উপনির্বাচন ঢাক-১৮ ঢাকা-১৮ উপনির্বাচন নির্বাচন কমিশন বিপ্লব বড়ুয়া