Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে


৫ নভেম্বর ২০২০ ১৭:০২

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে চার হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১২০ ও ১ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে ৯২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এটি আগের কার্যদিবসের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২০ কোটি ৭৭ লাখ টাকার।

ডিএসইতে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টি কোম্পানি কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, অ্যাসোসিয়েট অক্সিজেন, এসএস স্টিল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির কোম্পানির শেয়ার দর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সিএসইতে ৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসই পুঁজিবাজার শেয়ারবাজার সিএসই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর