পাইপলাইনে হঠাৎ পানির তীব্র চাপ, ধসে পড়ল সড়কের একাংশ
৫ নভেম্বর ২০২০ ১৯:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বহদ্দারহাট মোড়ে ওয়াসার পাইপলাইন থেকে আকস্মিকভাবে বের হওয়া পানির তোড়ে সড়কের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশ ওয়াসা কর্তৃপক্ষ ঘের দিয়ে চিহ্নিত করে রাখলেও ওই এলাকা দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে এই ঘটনা ঘটেছে।
নগরীতে স্থাপন করা নতুন পাইপলাইনে পানির চাপ পরীক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মকসুদ আলম।
তিনি সারাবাংলাকে বলেন, ‘নতুন বসানো পাইপলাইনে প্রেশার টেস্ট করা হচ্ছিল। হঠাৎ পানির প্রেশার বেশি চলে আসায় কন্ট্রোল করা যায়নি। সড়কের একপাশে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা দ্রুত ঠিক করে ফেলব। তবে আমরা দ্রুত ওই পাইপলাইনে পানির সাপ্লাই বন্ধ করে দিয়েছি। এটি কোনো চালু পাইপলাইন নয়, যা দিয়ে নগরীতে পানি সরবরাহ হয়। এজন্য পানি সরবরাহে কোনো সমস্যা নেই।’
দুর্ঘটনার পর ওয়াসার ঊর্দ্ধতন কর্মকর্তারা সেখানে যান। দুর্ঘটনাস্থলের আশপাশে বেষ্টনী দেওয়া হয়েছে। ব্যস্ততম মোড়টিতে যানবাহন চলাচলেও সতর্কতা আরোপ করা হয়েছে।