পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসেছে, বাকি থাকছে ৫টি
৬ নভেম্বর ২০২০ ১০:৪২
ঢাকা: পদ্মাসেতুর ৩৬তম স্প্যান স্থাপন করা হয়েছে। এর ফলে এখন দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সেতু। পুরো সেতু নির্মাণে আর মাত্র পাঁচটি স্প্যান বসানোর কাজ বাকি থাকছে। এর মধ্যে তিনটি স্প্যান বসানো হবে চলতি নভেম্বরেই। ডিসেম্বরে বসানো হবে বাকি দুইটি স্প্যান।
শেষ স্প্যানটি বসানোর পর পদ্মাসেতুর পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হবে। এরপর মাওয়া প্রান্তে আরেকটি স্প্যান বসলেই পদ্মাসেতুর সংযোগ ঘটবে মুন্সীগঞ্জে মাওয়া প্রান্তের সঙ্গে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় মাওয়া প্রান্তে স্প্যান স্থাপন প্রক্রিয়া শেষ হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই স্প্যাটি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে মাওয়া প্রান্তে নিয়ে যাওয়া হয়।
৩৬তম এই স্প্যানটি বসানোর পর যে পাঁচটি স্প্যান বসানোর কাজ বাকি থাকবে তার মধ্যে ১১ নভেম্বর বসবে ৩৭তম স্প্যান। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর একে একে ১৬ নভেম্বর ৩৮তম, ২৩ নভেম্বর ৩৯তম ও ২ ডিসেম্বর ৪০তম স্প্যান বসানো হবে। এরপর পদ্মাসেতুর সবশেষ এবং ৪১তম স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর।
সেতু সচিব মো. বেলায়েত হোসেন সারবাংলাকে জানান, আজকের স্প্যানটিসহ চলতি মাসে মোট চারটি স্প্যান বসানো হবে। ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান বসিয়ে দেওয়া হবে। এখন প্রতি সপ্তাহেই পদ্মাসেতুতে স্প্যান যোগ হতে থাকবে।
এখন পর্যন্ত তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বরে খুলবে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় কোনো নির্মাণ অবকাঠামো এবং সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় সেতু পদ্মাসেতু। প্রমত্তা পদ্মার ওপর তখন গাড়ি চলতে দেখা যাবে।