Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক-টুইটারে ধর্ম অবমাননার অভিযোগে তরুণী গ্রেফতার


৬ নভেম্বর ২০২০ ১৬:৫১ | আপডেট: ৬ নভেম্বর ২০২০ ১৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

সহকারী পুলিশ সুপার জানান, গ্রেফতার ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দু’টি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতার ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন জানিয়ে এ র‍্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

তরুণী গ্রেফতার ধর্ম অবমাননাকর প্রচারণা র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর