Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-বাইডেনের ভোটযুদ্ধ, অপেক্ষা চূড়ান্ত ফলের


৬ নভেম্বর ২০২০ ১৮:০০

ঢাকা: ভোটের তিনদিন পেরিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এখনও চলছে ভোট গণনা। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। তবে চূড়ান্ত ফলাফল কখন আসবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভোটে কারচুপি হচ্ছে। ঠিকমতো ভোট গণনা করা হচ্ছে না। ট্রাম্পের আত্মবিশ্বাস আছে যে ভালোমতো ভোট গণনা হলে তিনিই জিতবেন। ভোটের ফল হিতে-বিপরীত হলে আইনের দ্বারস্থ হতে পারেন আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকা ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে যদি আদালত মামলা নেন তাহলে চূড়ান্ত ফল ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। জর্জিয়ায় এগিয়ে আছেন বাইডেন।

ফক্স নিউজ জানিয়েছে, জর্জিয়ায় মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সে অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ); অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো।

একটা সময়ে জর্জিয়ায় ট্রাম্প ৩ লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন। প্রধান শহর আটলান্টাসহ কয়েকটি কাউন্টির ভোটে বাইডেন এগিয়ে যান বলে জানা গেছে। এসব শহর ডেমোক্র্যাট-অধ্যুষিত।

জর্জিয়ার ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। ট্রাম্পের হোয়াইট হাউস স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখানে জয়ের কোনো বিকল্প নেই।

ফক্স নিউজসহ প্রভাবশালী কয়েকটি টেলিভিশন চ্যানেলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪।

বিজ্ঞাপন

জর্জিয়ার ১৬টি জিতে নিলে বাইডেন অনায়াসে ২৭০ এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবেন।

জো বাইডেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর