Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর স্বপ্ন মানে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো’


৭ নভেম্বর ২০২০ ২২:৫৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অনেক ঋণী। তিনি আমার ওপর অনেক আস্থা রেখে প্রথমে আমাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এরপর আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। প্রধানমন্ত্রীর এসব ঋণ আমি কাজের মাধ্যমে পরিশোধ করার চেষ্টায় আছি। আমার ঋণগুলো পরিশোধ হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন মানে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর স্বপ্ন মানে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা।

বিজ্ঞাপন

শ‌নিবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় হাজী নুরউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃ‌তি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) এ সংবর্ধনা দেওয়া হ‌য়।

তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পৌরসভার বি‌ভিন্ন ওয়ার্ড থে‌কে খণ্ড খণ্ড মি‌ছিল নি‌য়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধিত হয়ে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ‘বঙ্গবন্ধু আমাকে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত করেছেন। পিতার হাত থেকে পদক, কন্যার হাত থেকে পদক এ দুটিই আমি পেয়েছি। এরকম ভাগ্য আর কার আছে? আর আমার পাওয়ার কিছু নেই।’

নভেম্বর মাসের মধ্যে পাটকল শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করা হবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘সরকার বন্ধ পাটকলের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। তার মধ্যে ৩ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে।’

রূপগঞ্জবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য স্বাধীনতা পদক পেয়েছি। আপনাদের প্রশংসায় পুরস্কারটি পেয়েছি। স্বাধীনতা পুরস্কার নিয়ে বসে থাকব না; উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, মেয়র সবাইকে সাথে নিয়ে রূপগঞ্জকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। মন্ত্রী হিসেবে নারায়ণগঞ্জ জেলার উন্নয়নের জন্য চেষ্টায় আছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শ‌ক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা প‌রিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বলেন, ‘গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ আওয়ামী লীগের গর্ব। তার এ স্বাধীনতা পুরস্কার পজেটিভ রূপগঞ্জ গড়ার মাইলফলক হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গোলাম দস্তগীর গাজীকে স্বাধীনতা পুরস্কার দিয়ে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীকে ধন্য করেছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিনের সঞ্চালনায় ও তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লার সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিনসহ অনেকে।

পরে অতিথিরা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করা হয়।

এদিকে, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে এ আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা প‌রিষদ চত্বর থেকে শুরু হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্বাধীনতা পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর