Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন


৮ নভেম্বর ২০২০ ১২:৩৯

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামি ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে আছেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলাম জানান, আগামি ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে তবে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ দুর্ঘটনায় হতাহত না হলেও একটি ছোট কালভার্ট ও প্রায় ২০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন দুর্ঘটনায়, ‘মাগনা’ তেল নিতে বাড়ছে ভিড়

উদ্ধার কাজে কত সময় লাগবে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের কুলাউড়া অঞ্চলের সহকারী প্রকৌশলী (লোক) দুলাল চন্দ্র দাশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, উৎসুক জনতার ভীড় সামলাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

তেলবাহী ট্রেন শ্রীমঙ্গল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর