Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের শিকার তরুণীকে নিপীড়ন, তিন ‘বখাটে’ গ্রেফতার


৮ নভেম্বর ২০২০ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর লালখান বাজারে ধর্ষণের শিকার তরুণীকে মানসিক নিপীড়নের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতভর লালখান বাজারের মতিঝর্ণাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার তিনজন হলো- মাসুদ (২০), দিদার (২২) ও সোহেল (২৪)।

শনিবার রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা ১৪ নম্বর গলিতে জনৈক ছগির আহমদের ভাড়া ঘরের বাসিন্দা মো. মনিরকে (৩৩) গ্রেফতার করে পুলিশ। মনির এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য মতে, স্বামী পরিত্যক্তা ১৯ বছরের এক তরুণী কুমিল্লা থেকে ‍শুক্রবার চট্টগ্রাম নগরীতে আসেন। তার থাকার কোনো জায়গা ছিল না। লালখান বাজার এলাকায় ঘোরাঘুরির সময় মনিরের সঙ্গে পরিচয় হয়। মেয়েটিকে আশ্রয় দেওয়ার কথা বলে শুক্রবার বাসায় নিয়ে যান মনির। শনিবার সকালে মনিরের স্ত্রী গার্মেন্টেসে চলে যায়। খালি বাসায় মনির মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানির পর শনিবার রাত ৮ টার দিকে স্থানীয় লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

তবে উদ্ধারের আগে এলাকার কয়েকজন বখাটে সন্ত্রাসী মনিরের বাসায় গিয়ে মেয়েটিকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার ওপর মানসিক নির্যাতন চালায় বলে পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি।

নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে বলেন, ‘ধর্ষণের জন্য অভিযুক্ত মনিরকে আমরা প্রথমে গ্রেফতার করি। পরে আক্রান্ত মেয়েটির অভিযোগের ভিত্তিতে রাতভর লালখান বাজার এলাকায় বখাটে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাই। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিপীড়নের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল বলে অভিযোগ পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

গ্রেফতার তরুণী ধর্ষণ বখাটে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর