Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারচুপি করায় ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা


৮ নভেম্বর ২০২০ ২০:৫২

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রোববার (৮ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে পুরানা পল্টন এলাকার মেসার্স মারিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের মারিয়া ব্রান্ডের স্যান্ডউইচ ও পাউরুটি পণ্যের মোড়কে বাংলা ভাষায় পণ্যের নাম, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য, উৎপাদনকারীর নাম ও ঠিকানা এবং পণ্য ২টির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় মামলা দেওয়া হয়েছে।

এছাড়াও একই এলাকার মেসার্স টপটেন-১ স্যুটিং শার্টিং এন্ড টেইলর্স লিমিটেডের প্রতিষ্ঠানটি কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন স্ট্যান্ডার্ডস গজকাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেনের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক ও মো. নাজমুস সায়াদত অংশ নেন।

পুরানা পল্টন বিএসটিআই

বিজ্ঞাপন

সভ্য দেশের গৃহহীন মানুষ
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর