Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীর অবমাননায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি বিএনপির


৮ নভেম্বর ২০২০ ২৩:৪৫

ঢাকা: মহানবী হযরত মুহম্মদ (স.) কে অবমাননার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

রোববার (৮ নভেম্বর) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এ বিষয়ে স্পিকারের মাধ্যমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে হারুনুর রশীদ বলেন, ‘সংসদ নেতা এখানে উপস্থিত আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। মহানবীকে অবমাননার জন্য এই সংসদে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করা হোক। ঈদে মিলাদুন্নবীর দিনে ফ্রান্সের পত্রিকা শ্যার্লি এ্যাবদোতে মহানবীর ব্যাঙ্গ চিত্র প্রকাশ করা হয়েছে। এতে সারাবিশ্বের মুসলমান প্রতিবাদী হয়ে উঠেছে। ফ্রান্স শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করতে পারতো। কিন্তু ইমানুয়েল ম্যাক্রো ঘিতে আগুন ঢেলে দিয়েছেন।’

ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘যেহেতু ঘটনাটি আবেগপ্রবণ, তাই বিষয়টি মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। সারাবিশ্বের মুসলমানের মধ্যে প্রতিবাদ উঠেছে। তাই আমি প্রস্তাব করছি, এই ঘটনার জন্য সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। এজন্য সংসদে প্রস্তাব আনার আহ্বান জানাচ্ছি।’

দাবি নিন্দা প্রস্তাব বিএনপি মহানবীর অবমাননা সংসদে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর