Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯


৯ নভেম্বর ২০২০ ১০:৫৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় আগুনে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। রোববার (০৮ নভেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

আগুন দগ্ধ ৯ জন হলেন মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মালহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) এবং সালমা জাহান (২১)।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের আগ্রাবার্দ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনাসুল হক সারাবাংলাকে জানান, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আগুন নেভানো হয় স্থানীয়ভাবে। ফায়ার সার্ভিসের টিম দগ্ধ ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন সরকার সারাবাংলাকে জানান, রাত ১১ টার পর থেকে দগ্ধ রোগীদের হাসপাতালে নেওয়া শুরু হয়। মোট ৯ জন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। এদের মধ্যে মিজানুর রহমান, পিয়ারা বেগম ও বিবি সুলতানার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ওই বাসার লাইট-ফ্যানসহ বিদ্যুৎ সংযোগের প্রতিটি পয়েন্ট পোড়া দেখেছি। এতে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। কারণ গ্যাসের পাইপলাইন এবং রান্নাঘরের চুলা আমরা অক্ষত দেখেছি। বাসায় কোনো গ্যাস সিলিন্ডার ছিল না।’

তিনি জানান, আগুনে দগ্ধদের অধিকাংশই একই পরিবারের সদস্য। বাকিরা তাদের ঘরে বেড়াতে গিয়েছিলেন।

আগুন চট্টগ্রাম টপ নিউজ দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর