Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে দগ্ধ নারীর হাসপাতালে মৃত্যু


৯ নভেম্বর ২০২০ ১৪:১৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৪:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়েছে।

চমেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, মৃত নারীর নাম পিয়ারা বেগম। বয়স ৬৫ বছর। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। দগ্ধ হয়ে চিকিৎসাধীন বাকি আটজনের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯

রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধ বাকি ৮ জন হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মালহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) এবং সালমা জাহান (২১)।

আগুনে দগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর