Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন: তথ্য প্রতিমন্ত্রী


৯ নভেম্বর ২০২০ ১৭:৩৪

ডা. মুরাদ হাসান, ফাইল ছবি

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সারাবিশ্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রশংসিত হচ্ছে তখন সরকারের সাফল্যকে নস্যাৎ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা অনাকাংঙ্ক্ষিত ও উসকানিমূলক। দেশের জনগণ অতীতের মতো এসব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।’

বিজ্ঞাপন

তিনি আজ সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০-এর গণ-আন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। নূর হোসেনরা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নেই। জিয়াউর রহমান, এরশাদের মতো স্বৈরাচাররা তাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন শাহে আলম মুরাদ, কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ূন কবির মিঝি।

মুরাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর