Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য অধিদফতরের ২৩৪ কর্মচারীর বেতন গ্রেড উন্নীত


৯ নভেম্বর ২০২০ ১৮:২৪

ঢাকা: মৎস্য অধিদফতরের ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্স সম্পন্নকারী ২৩৪ জন কর্মচারীর বেতন গ্রেড ১৪ ও ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এদের মধ্যে ক্ষেত্র সহকারী, হ্যাচারি টেকনিশয়ান, ল্যাব সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম পাম্প অপারেটর, হ্যাচারি সহকারী ও তথ্য সংগ্রহকারী রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত নথি অনুমোদন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এদিন সংশ্লিষ্ট গ্রেড উন্নীতকরণ এবং উন্নীত বেতন গ্রেডের পদসমূহের মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মৎস্য অধিদফতরের উল্লিখিত পদে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গ্রেড উন্নীতকরণের এ কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয়ের এ মঞ্জুরি আদেশের মাধ্যমে মৎস্য অধিদফতরের মাঠপর্যায়ে কর্মরত উল্লিখিত কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ১১তম গ্রেডের বেতন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর ডিপ্লোমা সনদ প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে।

১১তম গ্রেড ডিপ্লোমা ইন ফিশারিজ প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর