নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে শ্রমিকের মৃত্যু
৯ নভেম্বর ২০২০ ১৯:০১
ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে মাথায় রড পড়ে রাসেল (২৫) নামের এক শ্রমিক মারা গেছে।
সোমবার (৯নভেম্বর) বেলা দেড়টার দিকে বসুন্ধরা আবাসিক রোড ২৪ নম্বর এফ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় বেলা তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল জলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাসেল।
রাসেলের সহকর্মী রুবেল জানায়, তারা বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনে কাজ করছিল। দুপুরে পাঁচ তলা থেকে একটি রড রাসেলের মাথায় পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাসেলের বাড়ি বরিশাল জেলায়। বাবার নাম রতন মাঝি। সে খিলক্ষেতের শ্যাওড়া এলাকায় থাকতো।
তিনি জানান, ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে রাসেলের আইসিইউ’র প্রয়োজন পড়ে। সেখান থেকে গিনরোডের একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল নামের এক শ্রমিক মাথায় রড পরে আহত অবস্থায় ঢামেক আসে। পরে উন্নত চিকিৎসার জন্য গ্রিনরোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সেখান থেকে তারা মৃতদেহ নিয়ে থানায় চলে গেছে।