Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগ্রাম জোরদার করার আহ্বান গণফোরামের কাউন্সিল প্রস্তুতি কমিটির


৯ নভেম্বর ২০২০ ১৯:৪৮

ঢাকা: বর্তমান স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি কার্যকর গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের নেতারা।

সোমবার (৯ নভেম্বর) নূর হোসেন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতারা এই আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণফোরামের জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও দলের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, নির্বাহী সভাপতি ও জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘শহীদ নূর হোসেনের রক্ত বৃথা যেতে পারে না। স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক- এই স্লোগান বুকে ধারণ করে যে সাহসী তরুণটি গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু সেই নূর হোসেনসহ শত গণতন্ত্রকামী শহীদের আত্মত্যাগ ও স্বপ্ন আজ অবধি বাস্তবায়িত হয়নি। এখনও রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।’

একনায়কতন্ত্রের অবসান গণফোরাম স্বৈরাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর