Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের সঙ্গে জাগো হিন্দু পরিষদের সাক্ষাৎ


৯ নভেম্বর ২০২০ ২৩:৪৭

ঢাকা: কুমিল্লা মুরাদনগরে সংখ্যালঘুদের বাড়িতে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট ‘উত্তেজনা’র মধ্যে ‘জাগো হিন্দু পরিষদে’র একটি প্রতিনিধিদল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমাবর (৯ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। জাগো হিন্দু পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির উপদেষ্টা মিলন শর্মা।

সাক্ষাতে জাগো হিন্দু পরিষদ নেতারা বলেন, ‘গত শনিবার চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের ব্যানারে আপত্তিকর শব্দ ব্যবহার করে দেওয়া স্লোগান অবশ্যই আপত্তিকর ও দুঃখজনক। এমন স্লোগানের সঙ্গে জাগো হিন্দু পরিষদ একমত নয়। জাগো হিন্দু পরিষদের ব্যানার ব্যবহার করে যারা আপত্তিকর স্লোগান দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আমরা একমত।’

তারা বলেন, ‘জাগো হিন্দু পরিষদ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অন্য ধর্মকে সম্মান করে নিজেদের অধিকার আদায় নিয়ে কাজ করি। সুতরাং আপত্তিকর স্লোগানের ঘটনায় জাগো হিন্দু পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে। শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো উসকানি না দেয়, সে ব্যাপারে সবাইকে শান্ত ও সর্তক থাকার অনুরোধ জানাচ্ছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে গত তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে গণমানুষের অধিকার আদায়ে রাজনীতি করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। যেকোনো ধরনের উগ্রতা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার যেকোনো অপচেষ্টাকে ইসলামী আন্দোলন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলামকে লক্ষ্য করে যে উগ্র স্লোগান দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যেমে যারা নতুন সংকট তৈরি করতে চায়, চট্টগ্রামে উগ্র স্লোগানদাতারা মূলত তাদেরই দোসর।’

আতাউর রহমান আরও বলেন, ‘জাগো হিন্দু পরিষদের নেতাদের ভাষ্য অনুযায়ী আমরাও প্রশাসনকে বলতে চাই— যে বা যারা চট্টগ্রামে উগ্রতা ছড়িয়ে নাশকতা তৈরির অপচেষ্টা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন উসকানিমূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো উসকানিতে না জড়িয়ে সতর্কতামূলক অবস্থান নিশ্চিত করে নাশকতাকে পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মী, সমর্থক, ধর্মপ্রাণ জনতা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বনিক, সহসভাপতি অভিজিত বনিক, উপদেষ্টা দেবু সরকার, সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, কোষাধ্যক্ষ পলাশ মজুমদার এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইবসহ অন্যরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উসকানি জাগো হিন্দু পরিষদ মাওলানা গাজী আতাউর রহমান সাম্প্রদায়িকতা সৌজন্য সাক্ষাৎ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর