Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দু’টি ইঞ্জিন ওয়েল বাজারে এনেছে ‘বিটিএল’


১০ নভেম্বর ২০২০ ০৮:২৯

ঢাকা: একসঙ্গে নতুন দু’টি ইঞ্জিন ওয়েল বাজারে নিয়ে এসেছে বিটিএল গ্রুপ। সম্প্রাত রাজধানীর একটি তিন তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় বিটিএল সেমি সিনথেটিক ২ হাজার ৫০০ ও ২০ লিটার বালতি ২০/৫০ নতুন ইঞ্জিন ওয়েল।

কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তা ও সারাদেশের ডিলারদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিনের সি.ই.ও সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যায়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর রোবায়েত ফেরদৌস এবং এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার নাজনীন আহমেদ ও চলচিত্র অভিনেত্রী অপু বিশ্বাাসসহ অনেকে।

অনুষ্ঠানে বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার বলেন, ‘বিটিএল গ্রুপ, ২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ইন্ড্রাস্ট্রিয়াল লুব্রিকেন্ট ২০৫ লিটার ব্যারেল বাজারজাতকরণের মাধ্যমে গ্রাহকের ব্যাপক চাহিদা ও সাড়া পাওয়ায় নতুন দুটি ইঞ্জিন ওয়েল বাজারজাত করতে যাচ্ছে। বিটিএল গ্রুপ দেশে প্রথমবারের মতো স্টিলের ক্যান ও ২০ লিটার বালতি এই দুটি ইঞ্জিন ওয়েল।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খালেদা পারভীন (সিনথিয়া) আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিটিএল গ্রুপের সাফল্যের পেছনে ডিলারদের অবদান সবচেয়ে বেশি। আপনাদের সহযোগিতা নিয়েই বিটিএল গ্রুপ সামনে এগিয়ে যাবে।’

এসময় সারা দেশ থেকে আগত ডিলারদের মধ্যে থেকে বেশ কয়েকজন বক্তব্য দেন। পণ্যের গুণগতমান ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘পণ্য ভালো হলে সেটা অবশ্যই সবার মধ্যে সাড়া পড়বে। আশা করছি বিটিএল তাদের ব্যবসায়িক সুনাম রক্ষা করে সামনে এগিয়ে যাবে।’

ইঞ্জিন ওয়েল বিটিএল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর