Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে দগ্ধ ৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি


১০ নভেম্বর ২০২০ ০৮:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চট্টগ্রামে আগুনে দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইনস্টিটিউটে আসে তারা।

দগ্ধরা হলেন- বিবি সুলতানা (৩৫), স্বামী মিজানুর রহমান (৪২), ছেলে মোস্তাছিন ইবনে মিজান মাহের (৮) মেয়ে মানহা(২), মিজানের বোন সুমাইয়া আক্তার রেশমা (১৮) ভাই সাইফুল ইসলাম (১৮)।

মিজানের ভাতিজা মো. শামীম জানায়, আগুনের ঘটনায় মিজানের মা পিয়ারা বেগম (৬০) মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুইঞা উপজেলার সিন্দুরপুর গ্রামে। গত বৃহস্পতিবার পিয়ারা বেগম সুমাইয়া ও সাইফুলকে নিয়ে ছেলে মিজানের বাসায় গিয়েছিলেন।

বিজ্ঞাপন

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা.সামন্ত লাল সেন জানান, চট্রগ্রাম থেকে শিশু সহ ৬ জন দগ্ধ হাসপাতালে এসেছেন। এদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। ছয় জনের মধ্যে মিজান ও সাইফুলের অবস্থা আশংকাজনক। বাকিদের অবস্থাও গুরতর।

আগুনে দগ্ধ জাতীয় বার্ন