আশুলিয়ায় ৭ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আটক ২
১০ নভেম্বর ২০২০ ১৫:২৫
আশুলিয়া (সাভার): আশুলিয়ার গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া প্রায় ৭ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকায় এসময় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃতরা হলেন মো. আনোয়ার মিয়া (৪২) ও মো. লিখন (২৪)।
তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাভার আঞ্চলিক বিপণন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস বিপণন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে এসময় ৫২ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।
এই অভিযানের বিষয়ে জানতে চাইলে আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সকাল থেকে আমরা অভিযান শুরু করি, বিকেল পর্যন্ত চলবে। আজকের এই অভিযানে দুই কিলোমিটার এলাকার প্রায় ৭ শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও ফিটিংস ছিল খুবই নিম্নমানের। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
এ ধরনের অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।