শিক্ষার্থীর বাল্যবিয়ে: ভুয়া কাজী দিয়ে বিয়ে রেজিস্ট্রির অভিযোগ
১০ নভেম্বর ২০২০ ১৬:৩৪
রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাশিমপুর ইউনিয়নে সরকারি দায়িত্বপ্রাপ্ত কাজী থাকলেও ভুয়া কাজী ডেকে এনে বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বজলুর রহমানের মেয়ের নিবন্ধিত জন্ম তারিখ ২০০৪ সালের ১৬ই মার্চ। পরিবারের আর্থিক সমস্যার কারণে সদর উপজেলার মিমুলিয়া গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। পরে ২নং কাশিমপুর ইউনিয়নের সরকারের তালিকাভুক্ত কাজী থাকলেও ভুয়া কাজী বেলাল হোসেনকে দিয়ে ২৫ অক্টোবর গোপনে রেজিস্ট্রি করা হয়।
কাশিমপুর ইউনিয়নের সদস্য আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, অজানা কাজী হিসেবে বেলালকে দিয়ে বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে।
কাজী বেলালের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন ধরেননি তিনি।
সদর উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম জানান, সরকার ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে বেলাল নিজেকে কাজী দাবি করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। দ্রুত বেলালের শাস্তি চাই।