Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


১০ নভেম্বর ২০২০ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরা ১১নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রুবেল (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. ফারুক হোসেন জানান, তারা উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে নির্মাণাধীন ১০ তলা ভবনের পাঁচ তলায় কাজ করছিলেন। রুবেল সেনেটারী মিস্ত্রির কাজ করতেন। কাজ করতে গিয়ে ভবনের নিচে পড়ে যান।

মৃত রুবেল ভোলা সদর উপজেলার চড়পাঙ্গাশিয়া গ্রামের শাহ আলমের ছেলে। কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন তিনি।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক)  বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি  সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

উত্তরা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর