Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত


১০ নভেম্বর ২০২০ ১৯:৩৭

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বকেয়াসহ চলতি অর্থবছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। নির্ধারিত নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চার কিস্তিতে ১০ শতাংশ ছাড়ে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সারাবাংলাকে বলেন, ডিএনসিসি এলাকায় গৃহ করদাতাদের জন্য বকেয়াসহ চলতি অর্থবছরে (২০২০-২১) চার কিস্তির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ ছাড়ে একসঙ্গে পরিশোধ করা যাবে। এর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

তিনি জানান, একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একসঙ্গে পরিশোধ করতে ডিএনসিসির পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি হোল্ডিং ট্যাক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর