Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৪ দিন পর জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার


১১ নভেম্বর ২০২০ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় রেললাইনের পাশের একটি ডোবা থেকে অপহরণের চারদিন পর নাজমুল হক নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান।

নিহত কিশোর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে।

ওসি আব্দুল লতিফ খান জানান, গেল শুক্রবার বিকেলে অপহরণকারীরা ওই কিশোরকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় অপহৃত নাজমুলের বাবা ওই গ্রামের চারজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন। বুধবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর