Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গায়ের জোরে’ কারখানা চালু, গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


১১ নভেম্বর ২০২০ ১৭:২৮

চট্টগ্রাম ব্যুরো: পরিবেশ অধিদফতরের আদেশ না মেনে সিগারেট উৎপাদনের অপরাধে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১১ নভেম্বর) নগরীর চান্দগাঁও শিল্প এলাকায় কারখানাটিতে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

বিজ্ঞাপন

এর আগে পরিবেশ ছাড়পত্র ছাড়া সিগারেট উৎপাদন কারখানা পরিচালনার দায়ে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করেছিল অধিদফতর। একই আদেশে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করে পরিবেশ ছাড়পত্র না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নূরুলল্লাহ নূরী সারাবাংলাকে জানান, ওই আদেশের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বন ও জলবায়ূ মন্ত্রণালয়ের সচিব বরাবরে আপিল আবেদন করা হয়েছিল। এ বিষয়ে শুনানির জন্য একাধিকবার সময় নির্ধারণ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এরপর চলতি বছরের ২৪ মার্চ সচিব আপিল আবেদনটি খারিজ করে দেন।

এরপরও পরিবেশ ছাড়পত্র ছাড়া সিগারেট উৎপাদন অব্যাহত রাখায় গত ১ জুলাই প্রতিষ্ঠানটির প্রতিনিধি তলব করে নোটিশ পাঠায় অধিদফতর। ৬ জুলাই তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। একই আদেশে আবারও পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেয় অধিদফতর।

বিজ্ঞাপন

নূরুল্লাহ নূরী বলেন, ‘দুইদফা ক্ষতিপূরণ আরোপ, বারবার লিখিত নোটিশ এবং মৌখিকভাবে জানানোর পরও প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই তাদের উৎপাদন অব্যাহত রাখে। কারা কোনো আদেশের তোয়াক্কাই করছিল না। সেজন্য আজ (বুধবার) আমরা আবারও কারখানা পরিদর্শন করে উৎপাদন অব্যাহত দেখে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। কারখানাও আমরা সিলগালা করে দিয়েছি।’

কারখানা চালু গ্যাস বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর