কোটি টাকা আত্মসাতের দণ্ড নিয়ে পলাতক আসামি গ্রেফতার
১১ নভেম্বর ২০২০ ১৭:৫৫
চট্টগ্রাম ব্যুরো: প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন মামলায় দণ্ড মাথায় নিয়ে ছয় বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার রাজেন দাশ (৩৫) উপজেলার পূর্ব ধোরলা গ্রামের নির্মল কান্তি দাশের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘রাজেন দাশ একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন ব্যবসার কথা বলে লোকজনের কাছ থেকে ১ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে আদালতের ১০টি গ্রেফতারি পরোয়ানা আছে। সবগুলোই অর্থ আত্মসাতের মামলা। এর মধ্যে চারটি মামলায় তিন বছর সাজা হয়েছে। বাকি মামলাগুলোও আদালতে দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা দায়ের হয়েছে।’
গ্রেফতার রাজেন দাশকে পরোয়ানামূলে বুধবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আবদুল করিম।
এদিকে আরও চারটি পরোয়ানামূলে আরও চারজনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এরা হলেন- পশ্চিম কধুরখীল গ্রামের শফিকুল আলম খোকন, আকুলিয়া গ্রামের মো. আজম ও মো. ইমন এবং মধ্যম শাকপুরা গ্রামের মাসুদুর রহমান।