Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সিটি হেলথ ক্লিনিক বন্ধ, ২ কর্মী আটক


১১ নভেম্বর ২০২০ ২৩:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী এলাকায় ‘সিটি হেলথ ক্লিনিক’ নামে বেসরকারি একটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। এসময় বেসরকারি ওই ক্লিনিকের দুই কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে মোহাম্মদ হারুনের মালিকানাধীন সিটি হেলথ ক্লিনিকে অভিযান চালায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী ও চকবাজার থানা পুলিশ।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী সারাবাংলাকে বলেন, ‘ওই ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেজন্য অভিযান চালানো হয়। ছয়মাস আগে ওই ক্লিনিকে একজন নারীর অবৈধভাবে গর্ভপাত ঘটাতে গিয়ে মারা যবার অভিযোগ রয়েছে। ওই নারীর পরিবারের পক্ষ থেকে আদালতে একটি মামলাও করা হয়েছে। ওই ক্লিনিকে কর্মরত সেবিকাদের ডিপ্লোমা ডিগ্রি নেই। রাতের পালায় কর্তব্যরত কোন চিকিৎসক থাকার প্রমাণ পাওয়া যায়নি।’

সিভিল সার্জন বলেন, ক্লিনিকের লাইসেন্স থাকলেও তার নবায়ন ছিল না। এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে।

বিভিন্ন অভিযোগে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয় বলে জানান সিভিল সার্জন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সারাবাংলাকে ক্লিনিকের দুই কর্মীকে নিয়ে যাবার বিষয়টি স্বীকার বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রামে সিটি হেলথ ক্লিনিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর