Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিফ অব স্টাফের নাম ঘোষণা করলেন বাইডেন


১২ নভেম্বর ২০২০ ১১:২০ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ সদ্য জয় পাওয়া জো বাইডেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তার বহু পুরতান উপদেষ্টা রন ক্লেইনের নাম ঘোষণা করেছেন। খবর বিবিসি।

বুধবার (১১ নভেম্বর) বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকে বিবিসিকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৯৮০ সাল থেকে বাইডেনের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন রন ক্লেইন। তিনি যখন ডেলওয়ার থকে সিনেটর নির্বাচিত হন তখন থেকে ভাইস প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বাইডেনের সঙ্গে ছিলেন রন ক্লেইন।

এছাড়াও, রন ক্লেইন প্রেসিডেন্ট বারাক ওবামা’র উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সাধারণত প্রেসিডেন্টের প্রাত্যহিক কর্মকান্ডের সূচি ঠিক করে থাকেন। তাকে প্রেসিডেন্টের গেট কিপার হিসেবেও উল্লেখ করা হয়। এই পদের নিয়োগ হয় রাজনৈতিকভাবে। এক্ষেত্রে, সিনেটের কোনো অনুমোদন প্রয়োজন হয় না।

এদিকে, রন ক্লেইনকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, রন ক্লেইন দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিসরে কাজ করার কারণে তিনি সকল মতামতের মানুষদের সঙ্গে নির্বিঘ্নে মিশে যেতে পারেন। এই অভিজ্ঞতা প্রেসিডেন্ট হিসেবে তাকে আরও সমৃদ্ধ করবে।

অন্যদিকে, রন ক্লেইন জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং আনন্দিত।

চিফ অব স্টাফ জো বাইডেন রন ক্লেইন হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর