Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক থেকে সমাজকে বাঁচাতে হবে’


১২ নভেম্বর ২০২০ ১৫:৫১ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। সমাজকে এখান থেকে বাঁচাতে হবে। তাহলেই আমাদের যুবসমাজ, তাদের মেধাকে কাজে লাগাতে পারব, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব। সেভাবেই আমাদের দেশটা গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ডিজিএফআই-তে কর্মরত অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের জন্য নব নির্মিত বাসস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি ডিজিএফআই অফিসার্স মেস ঢাকা ক্যান্টনমেন্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।

বিজ্ঞাপন

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা কিন্তু একদিকে যুদ্ধবিধস্ত দেশ গড়ে তুলছিলেন। অপরদিকে এই সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে তিনি গড়ে তুলেছেন এবং তার যে ভবিষ্যৎবাণীগুলো; তিনি যে আমাদের একটা নীতিমালা দিয়ে গেছেন প্রতিরক্ষা নীতিমালা, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে সেটি মেনেই আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

‘আমাদের প্রচেষ্টা হচ্ছে, আমরা চাই দেশটাকে আমরা তার যে আকাঙ্ক্ষা ছিল। এই দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ, উন্নত সমৃদ্ধ দেশ। এদেশের প্রতিটি মানুষ পেটভরে খাবে, হেসে-খেলে বাঁচবে ‍সুন্দরভাবে বাঁচবে সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেটিই করতে চাই।’

তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘সততা, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটিই আমাদের কামনা, আপনারা সেটিই করবেন। দেশের ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যেটি আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি। সেটিই আমি সবসময় চাই। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি মানুষের দায়িত্ববোধ-কর্তব্যবোধ না থাকলে তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না।’

টপ নিউজ ডিজিএফআই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর