Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ


১২ নভেম্বর ২০২০ ১৬:০৭

চট্টগ্রামের বাঁশাখালী থেকে: জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমপর্ণ করেছেন ৩৪ জলদস্যু। এজন্য তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-৭ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

বাঁশখালী, মহেষখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার এসব জলদস্যুর আত্মসমর্পণের খবরে জেলে পল্লীগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, সাগরের ত্রাস বাইশ্যা ডাকাত বাহিনীর তিনজন, খলিল বাহিনীর দুজন, রমিজ বাহিনীর একজন, বাদশা বাহিনীর তিনজন, জিয়া বাহিনীর দুজন, কালাবদা বাহিনীর চারজন, ফুতুক বাহিনীর তিনজন, বাদল বাহিনীর একজন, দিদার বাহিনীর একজন, কাদের বাহিনীর একজন, নাছির বাহিনীর তিনজন এবং অন্যান্য আরও ১০ জনসহ মোট ৩৪ দস্যু ৯০টি দেশি-বিদেশি অস্ত্র, ২ হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়ে আত্মসমর্পণ করছেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন- বাইশ্যা বাহিনীর আব্দুল হাকিম ওরফে বাইশ্যা ডাকাত (৫২), আহামদ উল্লাহ (৪২) ও আব্দুল গফুর ওরফে গফুর (৪৭); ফুতুক বাহিনীর দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা (৩২), জসিম উদ্দিন (২৬) ও মিজানুর রহমান (২৩); খলিল বাহিনীরর আব্দুর রহিম (৬৪) ও মাহমুদ আলী প্রকাশ ভেট্টা।

বাদল বাহিনীর ওবায়দুল্লাহ (৩৬), রমিজ বাহিনীর ইউনুছ (৫৬), দিদার বাহিনীর তৌহিদ ইসলাম (৩৪), বাদশা বাহিনীর নিজাম উদ্দিন ভান্ডারী, ইউনুস (৫১), কামাল উদ্দিন (৪৭), কাদের বাহিনীর আব্দু শুক্কুর (২৮)।

বিজ্ঞাপন

জিয়া বাহিনীর সাহাদাত হোসেন দোয়েল (৪১), পারভেজ (৩৩), নাছির বাহিনীর নাছির (৫১), আমির হোসেন (৪৮), সাকের (৪০)।কালাবদা বাহিনীর সেলিম বাদশা (৩৪), আব্দুল গফুর ওরফে গফুর, আবু বক্কর সিদ্দিক (৩১), মামুন মিয়া (২৭)।

অন্যান্য দস্যুবাহিনীর আবু বক্কর সিদ্দিক ওরফে বাইশ্যা (২৯), বেলাল মিয়া (৩০), আব্দুল হাকিম ওরফে বাক্কু (৩৫), রশিদ মিয়া (৩৬), ইসমাইল (২৪), সাহাবুদ্দিন ওরফে টুন্নু (৩২), ফেরদৌস (৫২), রেজাউল করিম (৪০), ইউনুচ (৪২) ও মন্জুর আলম (৪২)।

আত্মসমর্পণ জলদস্যু বাশখালী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর