রোববার থেকে ফের বিক্রি শ্যামলীর রেল পানি
১২ নভেম্বর ২০২০ ১৭:৫০
ঢাকা: শ্যামলী বেভারেজ থেকে নেওয়া রেল পানি খাওয়ার উপযোগী এবং ১৫ নভেম্বর থেকে আবার ট্রেনে এর বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রেলভবনে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘রেলপানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেল পানির মান নিয়ে প্রশ্ন উঠলে ট্রেনের বিক্রি বন্ধ করে বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিআর,বি দ্বারা রেলপানি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এ পানি পানের উপযুক্ত। সুতরাং এ পানি বিক্রিতে আর কোনো সমস্যা হবে না।’
রেলওয়ে ক্যাটারিং সার্ভিস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত ক্যাটারিং সার্ভিস মান উন্নয়নে মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল (বিআরসিটিসি) গঠনের সক্ষমতা অর্জনের নির্দেশনা প্রদান করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাটারিং সার্ভিস পরিচালনার বিষয়টি তদারকি, মান নিয়ন্ত্রণ ও আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের আলোকে ক্যাটারিং পরিচালনা করা হচ্ছে।’
প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।