সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, মা-ছেলে সিআইডির হাতে গ্রেফতার
১২ নভেম্বর ২০২০ ২১:১৬
নড়াইল: সেনাবাহিনীর ডিজিএফআই এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। প্রতারকের নাম খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী (৫০)। তার বাড়ি রাজবাড়ি জেলায়। প্রতারণায় জড়িত থাকায় তার মা মরিয়ম বেগমেও (৬৮) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সিআইডির কার্যালয়ে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদে নড়াইল সিআইডির একটি টিম বুধবার (১১ নভেম্বর) ভোরে রাজবাড়ি জেলার কালুখালী থানার রূপসা গ্রাম থেকে প্রতারক খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী ও তার মা মরিয়ম বেগমকে (৬৮) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ ওয়াকিটকি, মোবাইল ও ডিজিএফআই এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরও জানান, ওবায়দুর দেশের বিভিন্ন জেলায় ৭টি বিয়ে করেছে। সেসব এলাকায় একটি প্রতারণার ফাঁদ তৈরি এবং সেসব এলাকার সহজ-সরল মানুষকে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আদায় করে আসছিল সে। এরই ধারাবাহিকতায় নড়াইলের ৩টি এলাকার চার জনের কাছ থেকে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চুন্নু।
তার বিরুদ্ধে নড়াইলের লোহাগড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।