Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু


১৩ নভেম্বর ২০২০ ১০:৪৬

হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ (৫০) নামের একজন সাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার বিরামপুর পৌর এলাকার কলেজ বাজারে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার ভোবানিপুর মুন্সিপাড়া গ্রামের মৃত সোবহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে নিজ বাড়িতে যাবার পথে বিরামপুর কলেজ বাজারে মহাসড়কের পেছন দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ পেয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ  ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এব্যাপারে বিরামপুর বিরামপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ট্রাকের ধাক্কায় বিরামপুর সাইকেল আরোহীর মৃত্যু