Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু


১৪ নভেম্বর ২০২০ ০৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আরও একজন গুরত্ব আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজিবপুর গ্রামের বাড়ির পাশের পুকুরপাড়ে বাঁশের খুঁটির বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে ছিল। রেখা বেগম (৫০) পুকুরে পানি আনতে গেলে এসময় তিনি বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এসময় ছেলে রাজাকুল ইসলাম (৩২), নাতী ৭ম শ্রেণির শিক্ষার্থী সুজন (১৪) রেখার স্বামী সৈয়দ আলী (৬০) রেখাকে বাঁচাতে গেলে ঘটনাস্থলে ছেলে রাজাকুল ইসলামও মারা যায়। গুরতর আহত অবস্থায় সৈয়দ আলী ও সুজনকে হাসপাতালে আনার পর নাতী সুজন মারা যায়। সৈয়দ আলী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা বিদ্যুৎপৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর