‘উপনির্বাচনের ফলাফল মেনে নিতে না পেরে বিএনপি নাশকতা চালিয়েছে’
১৪ নভেম্বর ২০২০ ১৬:১৬
ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ফলাফল মেনে নিতে না পেরে বিএনপি নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, রাজধানীতে যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) ধানমন্ডিতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী, ‘জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্বৃত্তরা নাশকতা চালিয়েছে। ওই উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথপোকথনও পাওয়া গেছে। ওই কথপোকথনে থেকে জানা যায়, ফলাফল মেনে নিতে না পেরে বিএনপি এমন নাশকতা চালিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দলটি যেখানে হেরে যায় সেখানেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বেশকয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, উত্তরা এবং ভাটারা থানায় এ পর্যন্ত ১৪টি মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।