Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা পানি শোধনাগার চালু, বিশুদ্ধ পানি পাবে লাখো পৌরবাসী


১৪ নভেম্বর ২০২০ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের কার্যক্রম শুরু হয়েছে। এ পানি শোধনাগার থেকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির সরবরাহ পাবে ১ লাখ ৭৮ হাজার পৌরবাসী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে ৩৭ শহর প্রকল্পের আওতাধীন এ পানি শোধনাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়।

প্রতিদিন সাড়ে এখান থেকে ৩ লাখ লিটার পানি উৎপাদন করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সরকারি ছাগল খামারের দক্ষিণ পাশে নির্মিত পানি শোধনাগারের কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু।

চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ জানান, পৌর এলাকার সরকারি ছাগল খামারের দক্ষিণ পাশে ১ একর জমির ওপর ১৩ কোটি টাকা ব্যয়ে এ পানি শোধনাগার নির্মাণ করা হয়। পানি শোধনাগারটির ধারণ ক্ষমতা ৩৫০ ঘন মিটার। শোধনাগারে বিকিরণের সঙ্গে সঙ্গে পানি থেকে লোহার ভাগ সরে যাবে। এরপর ওই পানি চলে যাবে বালি পরিশোধন স্তরে। সেখানে পানি শোধন হয়ে আরেকটি ট্যাংকে জমা হয়ে নির্দিষ্ট পরিমান ক্লোফর্মের মিশ্রণে বিশুদ্ধ হবে। এরপর পানি পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে পৌর এলাকার গ্রাহকের বাড়ি বাড়ি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী পানি শোধনাগার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘চুয়াডাঙ্গা আর্সেনিক প্রবণ এলাকা। এ জেলার পানিতে আর্সেনিকের পাশাপাশি অসহনীয় পরিমান আয়রন থাকায় পৌরবাসীর খুবই সমস্যা ছিল। পানি শোধনাগারটি চালুর কারণে পৌরবাসী নির্বিঘ্নে বিশুদ্ধ পানির সরবরাহ পাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম মনি, মুন্সী রেজাউল ইসলাম খোকন, আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা রত্না ও বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি।

কার্যক্রম শুরু পানি শোধনাগার পৌরবাসী বিশুদ্ধ পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর