এএসপি আনিসুল হত্যার দ্রুত বিচার দাবি সহকর্মীদের
১৪ নভেম্বর ২০২০ ২০:১১
ঢাকা: পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. আনিসুল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জনিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে আয়োজিত প্রদীপ প্রজ্জলন কর্মসূচিতে এ দাবি জানান সহকর্মীরা।
ভবিষ্যতে আনিসুর রহমানের মতো যেন কোনো মেধাবী অফিসারকে অপ-চিকিৎসার বলি হতে না হয় সেটি নিশ্চিত করার দাবিও জানান তারা।
এ সময় ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদি বলেন, ‘আনিসুলের মতো একজন মেধাবী অফিসারকে হত্যা করে সরকারের অপুরণীয় ক্ষতি করা হয়েছে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি আমরা।’
পরে কর্মসূচিতে সারদা পুলিশ একাডেমিতে আনিসুর রহমানের ব্যাক্তি জীবন ও মেধাবী কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ।