Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের পর সাগরে ভেসে এল যুবদল কর্মীর বস্তাবন্দি লাশ


১৪ নভেম্বর ২০২০ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূল থেকে বস্তাবন্দি অবস্থায় যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে ওই যুবদল কর্মী নিখোঁজ হন বলে তার পরিবার জানিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বশরতনগর সাগর উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।

মৃত জামশেদ উদ্দিন (৩৮) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

ওসি ফিরোজ হোসেন মোল্লা সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার স্ত্রী রুবি আক্তার জামশেদকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এতে বলা হয়, বুধবার রাতে সীতাকুণ্ডের কুমিরায় শ্বশুরবাড়িতে যাবার কথা বলে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জুয়েল ও সাইফুল নামে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার দুপুরে বস্তাবন্দি লাশ ভেসে আসার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সেটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানিয়েছেন, লাশ অর্ধগলিত অবস্থায় ছিল। জামশেদের ছোটভাই নাছির উদ্দিন লাশটি শনাক্ত করেন। অপহরণের পরপরই তাকে হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করছেন ওসি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত জামশেদকে তার স্ত্রী মামলার এজাহারে বিএনপির সমর্থক হিসেবে উল্লেখ করেছেন।

বস্তাবন্দি লাশ যুবদল কর্মী সাগরে